করোনায় শনাক্ত ৯২

করোনা

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি, এ সময়ে শনাক্ত হয়েছেন ৯২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু এবং ১৯ লাখ ৫১ হাজার ৭২ জন শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ।

এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১১১টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ১৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ০৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.