কাউকে চিনতে পারছেন না অভিনেত্রী আনোয়ারা

গুরুতর অসুস্থ সিনেমার বরেণ্য অভিনেত্রী আনোয়ারা। কাউকে চিনতে পারছেন না তিনি- এমনটাই জানালেন তার মেয়ে মুক্তি। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এমন পরিস্থিতি হয়েছে আনোয়ারার।

মুক্তির ভাষ্য, ‘মায়ের অবস্থা ভালো না। কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়। এরপর থেকেই মা কাউকে চিনতে পারছিলেন না। চোখেও ঝাপসা দেখছেন। মাঝে মধ্যে আমাকেও চিনতে পারতেন না।’

তবে আগের থেকে এখন এই কিংবদন্তি অভিনেত্রী একটু সুস্থর দিকে। ডাক্তার জানিয়েছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।

এর আগে, গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারাকে। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।

এদিকে, চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আজ বুধবার আনোয়ারাকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে রাষ্ট্র। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল তার।

মুক্তি জানান, তার মায়ের শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না আনোয়ারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.