রুশ সেনাদের আত্মসমর্পণ করতে বললেন জেলেনস্কি

ইউক্রেনে হামলা চালাতে আসা রুশ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরে একটি ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আপনাদের একটি সুযোগ দিচ্ছি। সেটা বেঁচে থাকার সুযোগ।

যদি আমাদের বাহিনীর কাছে আপনারা আত্মসমর্পণ করেন, তাহলে মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত, সেভাবে শোভনীয় আচরণ আপনাদের সঙ্গে করবো।
তিনি আরো বলেছেন, রাশিয়া ইতোমধ্যেই ৯০টি যুদ্ধবিমান হারিয়েছে। রাশিয়ার সৈন্যরা ‘এমন প্রতিরোধ আশা করেনি। ’ ইউক্রেন সম্পর্কে রাশিয়ায় কয়েক দশক ধরে যে মিথ্যাচার করা হয়েছে, রুশ সৈন্যরা সেই প্রচারণা বিশ্বাস করেছে।

রুশ সেনাদের উদ্দেশে তিনি আরো বলেছেন, আপনারা ইতোমধ্যেই বুঝতে পেরেছেন। মানুষের জীবন নেওয়া ছাড়া ইউক্রেন থেকে কিছুই নিতে পারবেন না। আপনাদের জীবনও কেড়ে নেওয়া হবে।

তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন রুশ সেনাদের উদ্দেশে। জানতে চেয়েছেন, আপনারা কেন মরবেন? কীসের জন্য? আমি জানি আপনারা বাঁচতে চান।

সূত্র: ইকোনমিক টাইমস, নিউ ইয়র্ক পোস্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.