নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেন: ফখরুল

নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিদায় নেন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোনো কথা নাই, একটাই কথা-সরে যাও, চলে যাও।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়বাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে বলব, অনেক হয়েছে। অনেক অত্যাচার ও নির্যাতন করেছেন। হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। আমাদের নেতাকর্মীদেরকে গুম করেছেন। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। মানে মানে সরে যান (সরকার)। এখনো সময় আছে চলে যাও, চলে যেতে হবে, তা না হলে দেশের জনগণ গাড় ধরে চলে যেতে বাধ্য করবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘সাধারণ মানুষের করুণ অবস্থা অথচ সরকারের কিছু যায় আসে না। তাদের একজন অর্থমন্ত্রী আছেন; আরেকজন পরিকল্পনা মন্ত্রী আছেন। বলেন বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। এটা আরেকটা মিথ্যা কথা না? কারণ ইউক্রেন-রাশিযা যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে। চালের দাম তো বাড়তেই আছে, তেলের দাম তো বাড়তেই আছে,পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সাথে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।’

সমাবেশে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পরিচালনায় আরও বক্তব্য দেন- ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ূব ও মামুনুর রশীদ প্রমুখ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.