ইউক্রেনের ভলনোভাখা শহর নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার

ইউক্রেনের মারিউপোল শহর থেকে খুব একটা দূরে নয় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ভলনোভাখা। মস্কোর দাবি, এই শহরটি ইতোমধ্যে দখলে নিয়েছে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আরআইএ নিউজ এজেন্সি।

মারিউপোল শহরের উত্তরে অবস্থিত ভলনোভাখা। মারিউপোল শহরটি বেশ কিছু দিন ধরে রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এরমধ্যে ভলনোভাখা শহরে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে রুশ সমর্থিত যোদ্ধা এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। তবে রাশিয়া শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করলেও কিয়েভের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

এদিকে ইউক্রেনের দুটি শহরে প্রথমবারের মতো হামলার খবর পাওয়া গেছে। উত্তর-পশ্চিমের লুটস্ক এবং ডিনিপার নদীর তীরবর্তী পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে বিস্ফোরণের খবর জানাচ্ছে ইউক্রেনীয় টিভি এবং সংবাদমাধ্যমগুলো।

বিস্ফোরণের আগে লুটস্ক ও ডিনিপ্রো শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বিবিসির খবরে বলা হয়েছে, লুটস্ক শহরের একটি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সেখানে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.