
আগের আমদানি করা তেল; যুদ্ধের অজুহাত দেখিয়ে যারা দাম বাড়িয়েছে, তারা সরকারকে বিপদগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ এমপি।
বুধবার (০৯ মার্চ) দুপুরে কক্সবাজারে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এমপি এসব কথা বলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুদ্ধের কারণ দেখিয়ে মানুষকে ঠকিয়ে বিপদের মুখে ফেলে কথিত মুনাফা অর্জনের মানসিকতা পরিহার করুন। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেশে মজুদ তেলগুলো যুদ্ধের আগে আমদানি করা হয়েছে। যুদ্ধের পরে নতুন করে দেশে কোন তেল আমদানি করা হয়নি। যুদ্ধের আগে আনা তেলের দাম এখন কোন দোহায়ে কোন কারণে বৃদ্ধি করবেন এটাকে কোনোভাবে মেনে নেয়া যায় না। যারা বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে বিপদগ্রস্ত করতে চায় এবং সরকারকে বিপদগ্রস্ত করতে চায় এসমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে আহ্বানও জানান হানিফ।
হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার হাত ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত; সে বেগম খালেদা জিয়া কোনদিন মানবতার মা হতে পারে না; তিনি হত্যাকারির মা হতে পারে। একই সঙ্গে পৃথিবীর সব মিথ্যার রেকর্ড ভেঙে মির্জা ফখরুল এগিয়ে গেছেন বলেও মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।
Leave a Reply