৪২ জেলায় ১ অঙ্কের রোগী

করোনা

ওমিক্রনের নিম্মমুখিতা অব্যাহত রয়েছে। কমছে শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যু। গত ২ মার্চ স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘দেশে বর্তমানে করোনায় নতুন রোগী ও রোগী শনাক্তের হার কমছে। গত সাত দিনে রোগী শনাক্তের হার পাঁচ শতাংশের সামান্য ওপরে অথবা চার কিংবা তিন শতাংশের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্তমানে করোনার স্বাভাবিক পরিস্থিতির কাছাকাছি রয়েছে বাংলাদেশ।’

তার বক্তব্যের প্রতিফলন পাওয়া যাচ্ছে গত কয়েকদিন ধরেই। আর গত ২৪ ঘণ্টার করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর জানিয়েছে, দেশের মাত্র এক জেলায় তিন অঙ্কের রোগী শনাক্ত হয়েছে।

দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে চার জেলায়। ১৭টি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। আর এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ৪২ জেলায়।

এর মধ্যে তিন অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায়। দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার আর সিলেট বিভাগের সিলেট জেলায়।

নতুন করে কেউ শনাক্ত হয়নি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায়; চট্টগ্রাম বিভাগের বান্দরবানে, রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে, রংপুর বিভাগে পঞ্চগড়, লালমনিরহাট ও গাইবান্ধায়, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা ও সাতক্ষীরায় এবং সিলেট বিভাগে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়।

দেশের বাকি ৪২ জেলায় শনাক্ত হয়েছে ১ অঙ্কের রোগী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.