সিপিবির নবনির্বাচিত সভাপতি শাহ আলম, সম্পাদক প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি পদে মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে রুহিন হোসেন প্রিন্স নির্বাচিত হয়েছেন। আগের কমিটিতে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা প্রিন্স কেন্দ্রীয় সম্পাদক ছিলেন।

আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবির দ্বাদশ কংগ্রেসের (সম্মেলন) মধ্য দিয়ে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিহির ঘোষ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ওই তিনজন ছাড়াও পার্টির ৬ সদস্যের সভাপতিমণ্ডলীতে (প্রেসিডিয়াম) নির্বাচিত হয়েছেন শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা।

সভায় আগামী ৬ মার্চ যথাযথ মর্যাদায় পার্টির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া সভায় পার্টির দ্বাদশ কংগ্রেস সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নতুন কমিটির প্রথম সভা থেকে দুঃশাসন হটানো, ব্যবস্থা বদলানো এবং বাম বিকল্প গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ এই স্লোগানে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯ জন। সেখানে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। সিপিবির দ্বাদশ কংগ্রেসে সারাদেশ থেকে ৪৮৭জন প্রতিনিধি ছাড়াও পর্যবেক্ষকরা অংশ নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.