ধ্বংসের ক্ষতিপূরণ দিতে হবে রাশিয়াকেই: জেলেনস্কি

রাশিয়ার অব্যাহত আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশবাসীর কাছে তিনি অঙ্গীকার করছেন, রুশ আগ্রাসনে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে এবং এ জন্য রাশিয়াকেই অর্থ যোগান দিতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্সি প্রেস সার্ভিস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বৃহস্পতিবার এসব কথা বলেন। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা প্রতিটি বাড়ি, রাস্তা ও শহর পুনর্নির্মাণ করব এবং রাশিয়াকে বলব, ক্ষতিপূরণ ও দায়-দায়িত্বের কথা জেনে রাখুন। আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, প্রত্যেক ইউক্রেনীয়র বিরুদ্ধে যা করছেন তার জন্য আপনি ক্ষতিপূরণ দেবেন।

খবরে বলা হয়, টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে এক ভিডিও বার্তায় জেলেনস্কি দেশের জনগণের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেন। এতে তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহের মাথায় শত্রুর পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ’

জেলেনস্কি আরো বলেন, ‘বছরের পর বছর ধরে করা এ পরিকল্পনা চাতুর্যপূর্ণ এবং আমাদের দেশ ও জনগণের প্রতি ঘৃণায় ভরা। ’ সূত্র: এএফপি

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.