
যে বিপিএলে ব্যাট হাতে ফর্মে ফিরেছিলেন সাকিব আল হাসান, সেই বিপিএলের শেষের দিকে তিনি ফের নিজেকে হারিয়ে ফেলেন। আবারও তার ব্যাটে রান আসছে না। আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব ৬ বলে ৫ রান করে আউট হন। তবে বল হাতে তিনি খারাপ করেননি।
৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
আজকের ম্যাচে সাকিবের দেওয়া ডট বল ছিল ১১টি। এর মাধ্যমেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড গড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘বোলার’ সাকিবের ডট বল ছিল ৮২১টি। আজ সেই সংখ্যাটা ৮৩২ ছুঁয়েছে। এতে পেছনে পড়ে গেছেন ৮৩০টি ডট বল করার মালিক শহিদ আফ্রিদি।
এই বিশ্বরেকর্ডের তালিকায় তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (৭৯১)। চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার সাবেক গতি তারকা লাসিথ মালিঙ্গা ডট বল করেছেন ৭১৩টি। এ ছাড়া পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি (৬২৭টি)। এই ম্যাচেই সাকিব বিশ্বের নবম বোলার হিসেবে রঙিন পোশাকে ৪০০ উইকেট শিকার করেছেন। ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে তার উইকেট এখন ৪০১টি।
Leave a Reply