বশেমুরবিপ্রবিতে ‘ধর্ষণের’ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। এ ছাড়া ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদের হামলারও বিচার দাবি করা হয়েছে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরূবা নূরী এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সমাজে নারীরা কতটা নিরাপত্তাহীনতায় ভোগে তার আরেকটা প্রমাণ হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনা। শিক্ষার্থী, কর্মজীবি, শ্রমজীবি বা গৃহিণী যেখানেই নারী অবস্থান করুন বাংলাদেশের, তিনি নিরাপদ নন। সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বিধান করা। একের পর এক লোমহর্ষক ধর্ষণের ঘটনা সরকারের ব্যর্থতারই স্বাক্ষর বহন করে।’

তারা বলেন, ‘সহপাঠী শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের হামলাই সাক্ষ্য দিচ্ছে এ ধরণের ঘটনা ঘটানোর সাহস কোথা থেকে পায় এই ধর্ষকরা। সারাদেশেই দেখা যাচ্ছে ধর্ষণ ও বিচারহীনতার ক্ষেত্রে ক্ষমতা ও অর্থের দাপট রয়েছে। একদিকে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি অন্যদিকে পুরুষতান্ত্রিক সমাজ, একদিকে নির্যাতনের ভয়াবহতা অন্যদিকে শাস্তি ও বিচারের প্রক্রিয়ায় উদাসীনতা-ধীরগতি ও সরকারের ভূমিকা এই সবকিছুই নারী ওপর নির্যাতন বাড়িয়ে তুলছে প্রতিনিয়ত।’

নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষকদের বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.