টিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে টিকার ঘাটতি নেই। প্রয়োজনের অতিরিক্ত টিকা মজুদ আছে। আজকের পরও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। টিকা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এখনো যারা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

শনিবার দুপুরে গণটিকা কার্যক্রম পরিদর্শনের সময় নিজ গ্রাম মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা জানান জাহিদ মালেক।

তিনি বলেন, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি হলো। এ সময়ে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি, দ্বিতীয় ডোজ আট কোটি ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩৫ লাখ।

ইতোমধ্যে বাংলাদেশের মানুষকে ১৯ কোটি টিকা দেওয়া শেষ হয়েছে। সারা বাংলাদেশের মানুষ উসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। আজকে টিকা দেওয়া শেষ হলে দেশের মানুষকে ২০ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা খুব প্রয়োজনীয় ভূমিকা পালন করে। টিকার মাধ্যমে নিজেদের সুরক্ষিত করতে হবে। যারা টিকা নিয়েছেন তাদের সহজেই হাসপাতালে যেতে হয় না। তাদের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে যায়।

গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.