এইচএসসির পুনর্নিরীক্ষার ফল ১৩ মার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আগামী ১৩ মার্চ প্রকাশ করা হবে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবার শুধুমাত্র ঢাকা শিক্ষাবোর্ডেই ২০ হাজার আবেদন জমা পড়েছে।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, দেশে ৯টি শিক্ষাবোর্ড মিলিয়ে ফল পুনর্নিরীক্ষার জন্য লক্ষাধিক আবেদন জমা পড়েছে। এবার ফল মূল্যায়নে বড় পরিবর্তনের সুযোগ রয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.