টিসিবির পণ্য বিক্রি শেষ হচ্ছে শনিবার

টিসিবি পণ্য

ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যপণ্য বিক্রির মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত এসব পণ্য বিক্রি হবে বলে টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টিসিবির এই কার্যক্রমে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হয়। এখানে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। একজন ২ কেজি করে পণ্য এবং ২ লিটার তেল নিতে পারেন।

রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য সামগ্রীর বিক্রি হয়।

৩ ফেব্রুয়ারি থেকে টিসিবি ‘ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম’ শুরু করে। আজ শেষ দিন ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.