
৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ৩০ লাখ প্রাণ ও বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেওয়া সম্ভব না। অনন্তকাল বাংলাদেশ টিকে থাকবে। কারণ এদেশের বিরুদ্ধে যদি কোনও ষড়যন্ত্র হয় এবং রাজাকার-আলবদরের উত্তরসূরিরা যদি ষড়যন্ত্র করে, তাহলে জনগণ রুখে দেবে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাবির আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, সাবেক পৌর মেয়র ইমরান উদ্দিন জুয়েল, কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শেষ এলাকা প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রমুখ।
Leave a Reply