
ইউক্রেন পরিস্থিতি সমাধানে রাশিয়া ও ইউক্রেনসহ বড় দেশগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, যুদ্ধ কখনো সমাধান হতে পারে না।
বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) ঢাকায় সাংবাদিকদের প্রতিমন্ত্রী এই কথা বলেন। রাশিয়ার হামলা শুরু হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
ইউক্রেন পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো পক্ষের প্রতিই সমর্থন নেই ঢাকার। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের নীতিতে বিশ্বাসী। দুঃখজনকভাবে পরিস্থিতি গুরুতর রূপ নিয়েছে।
আরও পড়ুন- ইউক্রেনে আটকে পড়াদের পোল্যান্ড হয়ে ফেরত আনতে চায় সরকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শান্তির পথে যেসব সমস্যা রয়েছে, আলোচনার মাধ্যমে তার সুরাহা প্রয়োজন। সংশ্লিষ্ট দেশগুলোকে সেই সংলাপের পথে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যুদ্ধ কখনো সমাধান হতে পারে না।
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ইউক্রেনে পাঁচ শতাধিক বাংলাদেশি রয়েছেন। তাদের সবাইকে পোল্যান্ড সীমান্তে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকার পোল্যান্ডে চার্টার্ড বিমান পাঠানোর চেষ্টা করছে। তারা পোল্যান্ডে যাওয়ার পর দুই সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরানো হবে।
ইতালি ও জার্মানি থেকে দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন বলেও এসময় জানান প্রতিমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক প্রকল্পের চলমান কাজে কোনো ব্যঘাত ঘটবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দেশের অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বলার মতো সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তবে প্রতিবেশী দেশ পোল্যান্ড সরকারের কাছে বাংলাদেশিদের স্থানান্তরের জন্য সহযোগিতা চেয়ে অন-অ্যারাইভাল ভিসার অনুরোধ করা হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশিদের তাৎক্ষণিক ভিসা প্রক্রিয়াকরণে ইতালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে অতিরিক্ত কর্মকর্তা আনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। গত কয়েকদিন ধরেই এই যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশ কিছুদিন আগে থেকেই তাদের দেশের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নিতে শুরু করেছে।
Leave a Reply