
বগুড়ার ধুনট উপজেলায় ললিপপ খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে গিয়ে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ করেছে কোব্বাদ আলী (৫০) নামের এক মুদিখানা ব্যবসায়ী। কোব্বাদ আলী উপজেলার চিথুলিয়া পূর্বপাড়ার জাবক্সের ছেলে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চিথুলিয়া পূর্বপাড়ায় কোব্বাদ আলীর বসতঘরের ভেতর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে কোব্বাদ আলীকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ১০ বছর বয়সী শিশুটি উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া পূর্বপাড়ার এক ভ্যানচালকের মেয়ে। গোসাইবাড়ী-ভাণ্ডারবাড়ী সড়কের পাশে কোব্বাদ আলীর নিজ বাড়িতে মুদিখানার দোকান রয়েছে। আজ সকাল ১০টার দিকে শিশুটি তার মায়ের সাথে কোব্বাদ আলীর দোকানে চাল কেনার জন্য যায়। শিশুটির মা চাল কিনে নিয়ে বাড়িতে চলে আসেন। এ সময় মেয়েটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। সেখানে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে শিশুটিকে ললিপপ খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের পাশে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে কোব্বাদ আলীকে আটক করে। পরে সংবাদ পেয়ে পুলিশ কোব্বাদ আলীকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধর্ষণের অভিযোগে জনতার হাতে আটক মুদিখানার ব্যবসায়ীকে থানায় আনা হয়েছে। ঘটনাটি বিস্তারিত জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply