বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

খালেদা জিয়া

করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তৃতীয় ডোজ নেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুস্টার ডোজ টিকা নিতে বিকেল ৪টা ১০ মিনিটে গুলশান ফিরোজায় নিজ বাসভবন থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উদ্দেশ্য রওনা দেন বেগম জিয়া।

বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। করোনাভাইাসে আক্রান্ত হয়ে গতবছর এপ্রিলে হাতপাতালে ভর্তি হতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেরে ওঠার পর গত বছরের ৮ জুলাই তিনি ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করেন। ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট থেকেই মর্ডানার টিকার প্রথম ডোজ নেন খালেদা। এক মাস পর ১৮ অগাস্ট নেন দ্বিতীয় ডোজ। খালেদা জিয়া ২০২১ সালের ১১ এপ্রিল কভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.