
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। একজন মানুষও না খেয়ে থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
রোববার সকালে কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে দরিদ্র ও দুস্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়ে যাচ্ছেন। সাহায্য কিংবা সহযোগিতা হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করছেন না। প্রধানমন্ত্রী চান একটি মানুষও যেন না খেয়ে থাকেন।
কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, প্রতিষ্ঠাতা প্রতিনিধি অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, প্রবীণ সাংবাদিক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য শ্যামলেন্দু পাল প্রমুখ।
Leave a Reply