প্রেমিকা এলেন, পালালেন প্রেমিক

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবি নিয়ে বাড়িতে এলেন প্রেমিকা। তার আসার সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক। গতকাল শুক্রবার রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের ফায়ার সার্ভিস সদস্য মো. বাবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের মো. জয়নাল আবদীনের ছেলে ফায়ার সার্ভিস কর্মী মো. বাবুল হোসেন একই ইউনিয়নের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তবে এক পর্যায়ে মেয়েটি বিয়ে করতে চাইলে বাবুল নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। এতে তার প্রতি ক্ষুব্ধ হয়ে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই তরুণী। অপরদিকে প্রেমিকার আগমন দেখেই প্রেমিক কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। পরে বাবুলের পরিবারের লোকজন ওই প্রেমিকাকে বেধড়ক মারধর করে বাড়ির বাইরে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, বিষয়টি মীমাংসা করার জন্য নিয়ে দেন-দরবার শুরু করেছেন স্থানীয় মাতবররা।

ওই তরুণী বলেন, ‘আমার সঙ্গে বাবুলের গভীর প্রেম রয়েছে। এখন সে আমাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করার জন্য আংটি পরিয়েছে। আমাকে বিয়ে করবে না তাহলে আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে আমার সর্বনাশ করল কেন আমি এর শেষ দেখে ছাড়ব। বিয়ে আমাকে করতেই হবে। নাহলে আমি ওকে কখনোই ছেড়ে দেব না।’

প্রেমিক বাবুল হোসেন বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক থাকলেও পরিবারের লোকজন অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছেন। আমি এখন ওই মেয়েকে বিয়ে করব কীভাবে!’

এ বিষয়ে স্থানীয় গাঙ্গুটিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য রেহেনা শিকদার বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে একসঙ্গে বসে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.