মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নড়াইলঃ জেলায়  মাদক মামলায় অহিদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এ মামলার অপর ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত অহিদার বাড়ি যশোর জেলার শংকরপুর এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর ডিবি পুলিশের একটি দল নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় সাজাপ্রাপ্ত ওই নারীসহ ৪ জনকে আটক করে।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আমাদের বাণী/১৪/০২/২০২২/বিবিসিএ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.