বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সিরাজগঞ্জে আজ বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লাঠিখেলা। এক সময় খুব জনপ্রিয় ছিল এই খেলা। প্রতিটি পাড়া-মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠত লাঠিখেলার দল। নিজেদের নিত্যদিনের কাজ দ্রুত সমাপ্তি করে ছুটে যেত খেলা দেখার জন্য।

বাড়ির আঙিনায় এই খেলা দেখার জন্য ঘরের চালে গাছের ডালে ভিড় জমাত যুবকেরা আর বেড়ার ফাঁকে, জানালা খুলে খেলা দেখত মা-বোনেরা। কিন্তু কালের আবর্তে আজ লাঠিখেলার সেই বিনোদন ভুলতে বসেছে। বর্তমানে নতুন করে লাঠিখেলার কোনো সংগঠন বা দল তৈরি হচ্ছে না। সম্প্রতি চৌহালী উপজেলার বেতিল আহসান নগরের সালামের বাড়িতে লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

সালাম বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা আজ বিলুপ্ত প্রায়। আমার দাদা ও বাবা লাঠিখেলায় পারদর্শী ছিল। বাপ-দাদার সেই স্মৃতি ধরে রাখার জন্যই আমি লাঠিখেলার আয়োজন করেছি। আর এ লাঠিখেলা দেখতে গ্রামের নারী-পুরুষসহ সব শ্রেণির লোক ভিড় জমিয়েছিল।

কামারখন্দের শ্যামপুর গ্রামের বয়োবৃদ্ধ লাঠি খেলোয়াড় তজিমুদ্দিন (৮১) অতীতের স্মৃতিচারণ করে বলেন, এই নাটি খেলা দিন দিন আড়া যাইতাছে। আমাগোরে হাতেকার পেলাররা অনেকেই বাইচা নাই। নাটি খেলা আর দেহি না বাবা, আগে বল খেলছে পাও দিয়া এহুন আত দিয়া বল ঢেলায় আর কাট দিয়া বাইরায় আমার নাতিপুতি ও তার হাতেকার বন্ধুরা। বইসা বইসা তাই দেহি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.