
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, অনেক ভুঁইফোড় দলও রয়েছে। ২০ দল নিয়ে বিএনপির জোট রয়েছে, এটিকে বাড়িয়ে তারা ৩০ দলও করতে পারে। দলের সংখ্যা বড় কথা নয়, জনগণের ঐক্য হতে হবে। তিনি বলেন, ‘বিএনপি যত আন্দোলন-সংগ্রাম করুক না কেন, সরকারের পতন ঘটাতে পারবে না।’
জনগণের মাঝে এসব দলের ভিত্তি ও জনপ্রিয়তা কতটুকু তা দেখতে হবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্স’র সঙ্গে বৈঠকে শেষে বিএনপির বৃহত্তর ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী তিনি কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছে, সুশাসন প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ সরকারের ওপরে জনগণের বিপুল সমর্থন রয়েছে।’
ড. রাজ্জাক বলেন, ‘বিএনপি যত বৃহত্তর ঐক্য, আন্দোলন-সংগ্রাম করুক না কেন, সরকারের পতন ঘটাতে পারবে না। ২০১৪ সাল থেকে তারা আন্দোলন-সংগ্রামের নামে গাড়ি ভাঙচুর, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে চরম নৃশংসতা ও বর্বরতার পরিচয় দিয়ে আসছে। তখনও সরকারের পতন ঘটাতে তারা সক্ষম হয়নি।’
ইফাদের কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্সের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কৃষিমন্ত্রী কৃষি খাতে বাংলাদেশের সাফল্য ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে ইফাদের আরও বেশি সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, ‘ইফাদ আমাদের খুব ভালো উন্নয়ন অংশীদার। কৃষি খাতের উন্নয়নে তারা খুব সহজ শর্তে, কম সুদে ঋণ দেয়। এই মহূর্তে একটি প্রকল্পের মাধ্যমে উপকূলে ফসল উৎপাদনের কাজ চলমান আছে। এখানে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।’
ইফাদের কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্স বাংলাদেশে সেচ ব্যবস্থার উন্নয়ন, উপকূলে লবণাক্ত এলাকায় ফসল উৎপাদন, কৃষিপণ্যের ভ্যালু অ্যাড ও রফতানি বৃদ্ধিতে সহযোগিতা করবে বলে জানান। তিনি বলেন, ‘ইফাদ ৫ বছরের জন্য যে কান্ট্রি প্ল্যান করতে যাচ্ছে, সেখানে এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।’
Leave a Reply