সমুদ্রে সম্পদ আহরণে ৭০০ কোটি টাকার প্রকল্প

সমুদ্রে সম্পদ আহরণে প্রায় ৭০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬৯৯ কোটি ৯৪ লাখ টাকা। সেপ্টেম্বর ২০২১ থেকে জুন ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, মোংলা সমুদ্রবন্দরসহ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ, ফিশিং ট্রলার ও বোট এবং ব্লু ইকোনমি সংক্রান্ত অন্যান্য মেরিটাইম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা সুরক্ষা দেওয়া হবে। মোংলা নৌ অঞ্চলে ক্রমবর্ধমান জাহাজগুলোর নিরাপদ বার্থিং, আবাসন, চিকিৎসা, সরবরাহ ও রক্ষণাবেক্ষণ সুবিধাদি নিশ্চিত করা হবে।

সুনীল অর্থনীতির সম্ভাবনা নিরূপণ, সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ যাচাইকরণ ও সামুদ্রিক মাছের নিয়ন্ত্রিত আহরণ উৎসাহিতকরণের বিষয় বিবেচনায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.