পানির দাম ২০% বাড়ানোর প্রস্তাব ওয়াসার

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, নগরবাসীকে সরবরাহ করা পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসা ভবনে বুধবার সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

তাকসিম খান বলেন, ‘আমাদের প্রস্তাব ২০ শতাংশ, সরকার যদি আরও বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নাই। সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের।’

এর আগে জানা যায়. গত সোমবার পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিশেষ বোর্ড সভায় উপস্থাপন করেছিল ওয়াসা।

বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকায়। ভর্তুকির পরিমাণ ওই দশ টাকা থেকে কমিয়ে আনার জন্য এ প্রস্তাব দেওয়ার কথা বলছেন ওয়াসার এমডি।

তিনি বলেন, ‘আইন অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। আমরা মনে করি ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব করা হয়েছে।’

গত বছর দুই দফায় পানির দাম বাড়ায় ওয়াসা। সর্বশেষ ২৫ মে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়ায়। যাতে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ১৮ পয়সা হয়। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়।

এ দিকে বুধবার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত সোমবার ঢাকা ওয়াসা পানির দাম বাড়ানোর যে প্রস্তাব করেছে তা সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.