বঙ্গবন্ধু সাফারি পার্কের জেব্রা মারাই যাচ্ছে!

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রা মারাই যাচ্ছে। শনিবার পার্কের দুটি জেব্রা অসুস্থ্য হয়। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একটি মাদি জেব্রার মৃত্যু হয়।

এরপর অসুস্থ্য অপর জেব্রাটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যায়। একই দিনে আট ঘণ্টার ব্যবধানে দুটি জেব্রার মৃত্যু হয়। এনিয়ে পার্কটিতে মোট ১১টি জেব্রার মৃত্যু হলো।

শনিবার দুপুরে এশটি জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞদল। এছাড়া শনিবার সন্ধ্যা সাড়েছয়টারদিকে অপর জেব্রার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, শনিবার সকালে জেব্রা পালের দুটি মাদি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে সকাল সাড়ে দশটার দিকে একটি জেব্রার মৃত্যু হয়। অপর অসুস্থ জেব্রাটির চিকিৎসা চলছিল। সন্ধ্যা ছয়টার পড়ে অসুস্থ্য ওই জেব্রাটিরও মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে পৃথক সময়ে ৯টি জেব্রার মৃত্যু হয়। মৃত জেব্রাগুলোর নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হয়।

গত ২৫ জনুয়ারি বিশেষজ্ঞ দল সংবাদ সম্মেলনের মাধ্যমে জেব্রা মৃত্যুর কারণ ব্যখ্যা করেন। বিশেষজ্ঞরা চারটি জেব্রা নিজেদের মধ্যে মারামারি করে এবং ৫টি জেব্রা ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে দাবি করেন। আগে সাফারি পার্কে যেখানে ৩১টি জেব্রা ছিল, ১১টি জেব্রার মৃত্যু হওয়ায় সেই সংখ্যা এখন ২০টিতে দাঁড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.