করোনায় শনিবার ২১ মৃত্যু, শনাক্তের হার ৩১ শতাংশ

করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন। একইসঙ্গে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ২১ জন।

আগের দিনের তুলনায় শনাক্ত কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন ২১ জনকে নিয়ে কভিড মহামারিতে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে।

নমুনা পরীক্ষা কমে যাওয়ায় গত একদিনে কম রোগী শনাক্ত হলেও শনাক্ত হার ৩১ শতাংশের উপরেই রয়েছে।

নতুন শনাক্ত ১০ হাজার ৩৭৮ জনকে নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।

স্বাস্থ্য অদিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন এক হাজার ১০৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.