মেরুদণ্ডওয়ালা লোক নির্বাচন কমিশনে নিয়োগ চায় বাসদ

বাম গণতান্ত্রিক জোটের সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেছেন, নির্বাচন কমিশন যত শক্তিশালীই হোক, নির্বাচন আইন যত শক্তিশালীই হোক, সেটা প্রয়োগের জন্য মেরুদণ্ডওয়ালা লোক নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন কমিশন গঠন আইন বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এ সময় সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার ও কমিশন গঠনের আইন করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বজলুর রশিদ ফিরোজ বলেন, বাংলাদেশে ৪টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। বাকিগুলো সরকারি দলের অধীনে, যেগুলো প্রশ্নবিদ্ধ। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.