
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক সাইদা খালেকের তিন দিন নিখোঁজের পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, অধ্যাপক সাইদা খালেকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
ঢাকার সাভারে তিনি বাসা ভাড়া করে থাকতেন। সম্প্রতি নতুন বাসা নির্মাণ করছিলেন। এই বাসা নির্মাণের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে গাইবান্ধা থেকে আটক নির্মাণ শ্রমিকের তথ্য অনুযায়ী পুলিশ লাশ উদ্ধার করেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
Leave a Reply