শেরে বাংলায় কঠোর অনুশীলনে সাকিব

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলা ছেড়ে একদিন আগেই সিলেট থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। বিপিএল সামনে রেখে তিনি নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। সেইসঙ্গে ওজন কমানোর চেষ্টাও করে যাচ্ছেন। ব্যক্তিগত কাজে ঢাকায় এলেও তিনি নিয়মিত অনুশীলন করছেন। গতকালের মতো আজ শুক্রবারও তিনি একাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন।

সকাল সাড়ে ১১টায় সাকিবের নতুন বিএমডাব্লিউ গাড়িটি শেরেবাংলায় প্রবেশ করে। এরপর তিনি মাঠে প্রবেশ করে দুই চক্কর হালকা রানিং করে নেন। রানিং শেষে সাকিব সোজা চলে যান শেরেবাংলার ইনডোরে। সেখানে ব্যাট-প্যাড-গ্লাভস সজ্জিত হয়ে ব্যাট হাতে নেমে পড়েন নেটে। দুজন তাকে একের পর এক বল থ্রো করে যাচ্ছিলেন। সাকিব সুইপ, কাট, পুল এবং লফটেড শটগুলো ঝালিয়ে নেন।

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব। একই দলে আছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল এবং আরেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্র্যাভো। এদিকে বিসিএলের পঞ্চাশ ওভার ফরম্যাটে সাকিবের দল মধ্যাঞ্চল ফাইনাল নিশ্চিত করেছে। তিনি ঢাকায় চলে এলেও ফাইনালে খেলতে পারেন বলে শোনা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.