
নিউজ ডেস্কঃ গতকাল (মঙ্গলবার) ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ২০৪ গ্রাম ৯৬৬ পুরিয়া হেরোইন, ৭৫৮০ পিস ইয়াবা বড়ি, ৩৩ কেজি ৩৯৮ গ্রাম গাঁজা, ২০ নেশাজাতীয় ইনজেকশন ও ৬ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও ডিএমপি সূত্রে জানা গেছে।
এর আগে, ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন মঙ্গলবার বলেন, সোমবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।
সে সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ২৫৯ গ্রাম ১ হাজার ৮৩ পুরিয়া হেরোইন ও ১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান চলবে।
আমাদের বাণী ১২/১/২০২২
Leave a Reply