ঢাকা-রাঙামাটিকে রেড জোন ঘোষণা

নিউজ ডেস্কঃ সংক্রমণের হার বেশি থাকায় ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর1 স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২.৯০ শতাংশ ও রাঙ্গামাটিতে ১০ শতাংশ।

আজ বুধবার (১২ জানুয়ারি) গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে রেড জোনের এই ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর আরও জানায়, এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকির জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে ছয়টি জেলাকে। হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে থাকা জেলা ৬টি জেলা হলো- যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর। এসব জেলায় সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।

এ ছাড়া দেশের বাকি ৫৪ জেলাকে গ্রিন জোনে রাখা হয়েছে। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে।

পূর্ববর্তী সাতদিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণ বেড়েছে ১৬৯.১২ শতাংশ। তবে এতে মৃত্যু হার কমেছে ২০ শতাংশ।

উল্লেখ্য, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকাকে রেড জোন, মাঝারিটা ইয়েলো আর যেসব এলাকায় সংক্রমণ অল্প ছিল সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়।

আমাদের বাণী ১২/১/২০২২

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.