
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরমধ্যে বরিশালে চারজন, সুনামগঞ্জে দুইজন, রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে একজন ও ময়মনসিংহ সদর উপজেলার কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা থেকে রোববার (২ জানুয়ারি) দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-
বরিশাল প্রতিনিধি: বরিশালে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এরমধ্যে স্থানীয় হিজলা মুলাদী সড়কের কাজীরচর এলাকায় তিনজন ও বাকেরগঞ্জ উপজেলা একজন নিহত হয়েছেন। জানা গেছে, রোববার বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় হিজলা মুলাদী সড়কের কাজীরচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হারুন নলী (২৫), ইদ্রিস নলী (৪৫) ও রাজিব নলী (২৫)। মুলাদী থানার ওসি এসনএম মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সড়কে দুর্ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ির চালক রমজান আলী (২৬) নিহত হয়েছেন। শনিবার (জানুয়ারি ২) রাতে উপজেলার পাদ্রীশিবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন গণমাধ্যমকে বলেন, যাত্রীবাহী একটি থ্রি হুইলার এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রলি পাল্লা দিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ি দুটি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক নিহত হন। তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় সিএনজি ও ট্রাক্টরের মধ্য মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের একজন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওমরপুর গ্রামের সিএনজি ড্রাইবার শুভ (২৫), অপর নিহত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির হোসেন (৫৫)। জগন্নাথপুর থানার এস আই ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মধ্য মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছি। তবে ট্রাক্টরের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় জাবেদ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।জাবেদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবার নাম শেখ আহমেদ। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতো। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমেক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। শনিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply