দুর্নীতি যেই করুক কোনো ছাড় নয়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি

দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘দুর্নীতি একটি ক্যানসার। দুর্নীতি যেই করুক কোনো ছাড় দেওয়া হবে না।’

আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আঙ্গুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির খবর পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে।’

বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রোববার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের প্রধান বিচারপতির ১নং বিচার কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদক রুহুল কুদ্দুস কাজল লিখিত বক্তব্য পাঠ করে সংবর্ধনা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.