সড়কের অপেক্ষায় ব্রিজটি!

বরিশাল: জেলার আগৈলঝাড়ায় জনগণের যাতায়াতের জন্য খালের উপর ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের গোড়ায় মাটি না থাকায় ওই ব্রিজ নির্মাণের কোন সুফল পাচ্ছে না লোকজন। ব্রিজটির গোড়ায় দ্রুত মাটি ভরাটের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী গ্রামবাসিরা জানিয়েছেন, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-ভদ্রপাড়া খালের উপর পূর্বসুজনকাঠি শানুহার গ্রামের লোকজনের যাতায়াতের জন্য ইউনিয়ন পরিষদের অর্থায়নে এক বছর পূর্বে আয়রণ স্ট্রাকচার স্লাব ব্রিজ নির্মাণ করা হয়।

ব্রিজ নির্মাণের বছর পেরিয়ে গেলেও ওই ব্রিজের গোড়ায় মাটি ভরাট না করায় কোন যানবাহন চলাচল করতে না পারায় ব্রিজটি স্থানীয় জনগণের কোন কাজেই আসছে না। দুর্ভোগে পোহাচ্ছেন হাজার হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দা চিত্ত ঘরামী ও গৌরাঙ্গ মন্ডল জানান, একবছর আগে ব্রিজ নির্মাণ করা হলেও বিজের ওঠার সড়ক না থাকায় তারা ব্রিজটি ব্যবহার করতে পারছেন না। আবার নির্মিত হয়নি ব্রিজের উঠা নামার সংযোগ সড়কও। তাই খালের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে সেতুটি।

এ ব্যপারে গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু বলেন, অর্থ সংকটের কারণে ব্রিজের গোড়ায় মাটি ভরাট ও সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। সড়কটি নির্মাণের জন্য বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে জনগণের চলাচলের জন্য ব্রিজের দুই পাশের সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.