
বান্দরবান: জেলার থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এই সময় উপজেলার একমাত্র মুক্তিযোদ্ধা আক্কেল আলী কে সংবর্ধনা প্রদান করা হয়।
গত ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৭ টায় থানচি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন, থানচি প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
সকাল ৮ থেকে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দৃষ্টি নন্দন কুচকাওয়াজ।পরে নানান রকম ক্রিড়া প্রতিযোগিতার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবসে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত হয়। বেলা ১১ টায় থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে থানচি উপজেলার সরকারি স্বীকৃতি প্রাপ্ত এক মাত্র মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আক্কেল আলী কে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।এছাড়াও অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন,অনাদি রনজন বড়ুয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রাহুল চন্দ, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায়(ওসি) সহ আরো অনেকে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে থোয়াইহ্লামং মারমা বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তে একজন মুক্তিযোদ্ধা কে সম্মান জানাতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি।তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকল কে একযোগে কাজ করতে হবে।
Leave a Reply