লামা বালিকা বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম

বান্দরবানঃ জেলার লামা উপজেলার লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্ন মানের খোয়া, বালি ও রড ব্যবহার করা হচ্ছে।  আর এই নিন্ম মানের সামগ্রীতে ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের জীবন সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, গত  ২৬ ডিসেম্বর ১৮ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে টেন্ডার আহবান করা হয়। ৫৪০ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করার নির্দেশনা ছিলো। ২ কোটি ৪১ লাখ টাকা ব্যায়ে ৫ তলা ভবন নিমার্ণের কাজটির নির্মাণ এখনো শেষ হয়নি।

সরেজমিনে দেখা যায়, নিম্ন মানের খোয়া ও বালি স্কুল ভবনের সামনে রেখে দেওয়া হয়েছে। প্রধান ফটকের ছাদের রড গুলো মরিচিকা ধরে বিবর্ন । এছাড়াও পাঁচ তলায় ফিনিশিং ঢালাই এর কাজে ৮ ব্যাগ বালির সাথে ১ ব্যাগ সিমেন্ট ব্যাবহার করা হচ্ছে।

বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে খবর সংগ্রহ করতে গেলে ভবন নির্মাণ কাজের সহকারি ঠিকাদার আনোয়ার এই প্রতিনিধিকে বিভিন্ন জেড়া এবং জোড় করে মোবাইলে প্রতিনিধির আইডি কার্ডের ছবি তুলে রাখেন পরবর্তীতে নিউজ প্রকাশ হলে দেখে নিবেন বলে হুমকি প্রদান করেন।

স্থানীয়দের ভাষ্য, নিন্ম মানের সামগ্রী ব্যবহার করে যে কাজ করছে তাতে এই ভবন কতদিন টিকবে তা ভাবার বিষয়। শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলে এমন কাজ মেনে নেওয়া যায় না। এলাকাবাসী ঠিকাদার ও একাজের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই নিন্ম মানের কাজের ইন্ধনদাতা উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

জানতে চাইলে ভবন নির্মাণের  ঠিকাদার রিপন মুঠোফোনে দাম্ভিকতার সাথে বলেন, খোয়া আর বালি যেমন আছে তেমন ই থাকবে।এখানে আমার কিছু করার নেই। নিন্ম মানের হোক উচ্চ মানের হোক কাজ এভাবেই হবে।

এই বিষয়ে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, এখানে ঢালাই কাজের সময় ইঞ্জিনিয়ার উপস্থিত থাকেন, আমি তো ওই সব টেকনিক্যাল বিষয় বুঝিনা তাই দুর্নীতি হচ্ছে কি’না বলতে পারব না।

বিষয়টিন বান্দরবান শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজয় চাকমা সাথে কথা হলে তিনি বলেন, বিষয় টা আমি জানতাম না, আপনার কাছ থেকে শুনলাম। এই বিষয়ে জানানোর জন্য তিনি এই প্রতিনিধি কে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সচেতনতায় দেশ ভালো কিছু উপহার পাবে।অভিযোগে বিষয়ে তিনি দ্রুত ব্যবস্হা নেওয়ার কথা জানান।

আমাদের বাণী/বাংলাদেশ/০৯/১২/২০২১

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.