পাংশার কলিমহর ইউপি নির্বাচন: প্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান অ্যাঃ আক্কাস আলী

রাজবাড়ীঃ আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে।  আসন্ন এই নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন কলিমহর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আক্কাস আলী।

আজ বুধবার কিংবা আগামীকাল বৃহস্পতিবার তিনি মনোনয়ন পত্র জমা দেবেন বলেন একাধিক সুত্রে জানা গেছে।

অ্যাডভোকেট আক্কাস আলী টানা ১৭ বছর এবং  তার পিতা মরহুম চাঁদ আলী পাকিস্তান আমল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ৩০ বছর এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক দল হিসেবে বিএনপি থেকে অ্যাডভোকেট আক্কাস আলী চেয়ারম্যান নির্বাচিত হলেও চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত না নিলেও ইউনিয়ন বাসীর সুখ দুঃখের কথা চিন্তা করে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নির্বাচনী ব্যবস্থা দলীয়করণ করার আগ পর্যন্ত যে দলই ক্ষমতায় এসেছে এই ইউনিয়নের নির্বাচনের ব্যালট বাক্স ভরেছে অ্যাডভোকেট আক্কাস আলীর প্রতিকে।

উল্লেখ্য, গত শনিবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৫ম ধাপের ইউপি নির্বাচনের জন্য কলিমহর ইউপির নৌকার মনোয়ন দেয়া হয়েছে ইউপির সাবেক চেয়ারম্যান জলীল মন্ডলের স্ত্রী মোছাঃ বিলকিছ বানুকে। জলীল মন্ডল অসুস্থ থাকায় নৌকার প্রার্থী করা হলো তার স্থীকে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হচ্ছে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম মিয়া।

আমাদের বাণী/বাংলাদেশ/০৮/১২/২০২১

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.