বিশ্বে করোনায় মৃত্যু ৫২ লাখ ৭৭ হাজার

করোনা

ঢাকাঃ করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত একদিনে নতুন করে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা তার আগের দিনের তুলনায় এক হাজারের মতো বেশি। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত একদিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে প্রায় পৌনে পাঁচ লাখ মানুষের। তার আগের দিন এই সংখ্যা ছিল সোয়া চার লাখ।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ২৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ হাজার ২০০-এর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৭৭ হাজার ১৩১ জনে।

এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ২৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী বেড়েছে ১৮ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৯৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।

আমাদের বাণী/বাংলাদেশ/০৭/১২/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.