অপহরণের ভয়ে থানায় ‘কাঁচা বাদাম’ এর গায়ক ভুবন

সামাজিক মাধ্যমে এখন ভাইরাল বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গান ‘কাঁচা বাদাম’। পশ্চিমবঙ্গের বীরভূম এলাকার এই বাসিন্দা দীর্ঘদিন ঘরে এই গান গেয়ে বাদাম বিক্রি করেন। সেই ভিডিও এখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে ব্যাপক জনপ্রিয়।

এই ডিজিটাল মাধ্যমগুলো থেকে অনেকে বেশ আয় করছেন। এতে ভুবন বাদ্যকারের পরিচিতি দেশ থেকে বিদেশে ছড়িয়ে গেলেও হাত খালি তার। গানের মূল স্রষ্টা কোনো অর্থ পাচ্ছেন না। এমনকি কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তার নাম।

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভুবন অভিযোগ করেন, নেটমাধ্যমে তার গান আপলোড করে অনেকে প্রচুর টাকা রোজগার করছেন। আর এ কারণে পুলিশের দ্বারস্থ’ তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যমে ভুবন বলেন, ‘গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন। সবাই আমার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেটমাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন। অথচ আমার হাত খালি।’ কিন্তু ইউটিউবে তার গানের স্বত্ব ‘সংরক্ষিত’ হিসাবে দেখাচ্ছে। অথচ ভুবনের কোনো ইউটিউব অ্যাকাউন্টই নেই। ভুবনের দাবি, প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাকে পাইয়ে দিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.