
ঢাকাঃ বাস মালিকরা হাফ ভাড়া কার্যকরে পাঁচটি শর্ত দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিলেও তারা কিছু শর্ত দিয়েছেন। আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সংবাদ সম্মেলন করে— এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
সড়ক পরিবহন মালিক সমিতির শর্ত পাঁচটি হলো-
১. ছাত্রদের বাসে হাফ ভাড়া ১ ডিসেম্বর ২০২১ থেকে কার্যকর হবে।
২. হাফ ভাড়া প্রদানের সময় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
৩. সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে।
৪. সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না।
৫. এই সিদ্ধান্ত শুধু ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবেই ঢাকার বাইরে কার্যকর হবে না।
আমাদের বাণী/বাংলাদেশ/৩০/১১/২০২১
Leave a Reply