কাতার বিশ্বকাপে কি খেলতে পারবেন রোনালদো

ঢাকাঃ বিশ্ব ফুটবল ভক্তদের মাথায় যেন হঠাৎ করেই বাজ ভেঙে পড়েছে। আর পড়বে না বা কেন। ২০২২ কাতার বিশ্বকাপের আগেই যে ফুটবলপ্রেমীদের জন্য অত্যন্ত খারাপ একটি খবর প্রকাশিত হয়েছে। পর্তুগাল এবং ইতালির মধ্যে যে কোনও একটি দল কাতার বিশ্বকাপেই অংশ নিতে পারেব না।

তার কারণ বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের জন্য ইউরোপিয়ান প্লে অফের যে সূচি হয়েছে, ইতালি এবং পর্তুগাল পড়েছে একই গ্রুপে। একটি দল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতেই পারবে না।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ইউরোপিয়ান প্লে অফের ড্র। এই ড্রয়ের পর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ফুটবল বিশ্ব? ইতালি এবং পর্তুগাল পড়েছে একই গ্রুপে। অর্থাৎ মূল পর্বে ওঠার আগেই বাদ পড়বে যে কোনও একটি দল। যে কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপে অংশ নেওয়াটা নির্ভর করছে এখন ইতালি বাধা পার হওয়ার উপরেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.