করোনার নতুন ভ্যারিয়েন্ট: এশিয়ান দেশগুলোতে কড়াকড়ি

করোনা

ঢাকাঃ দক্ষিণ আফ্রিকায় হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর সেদেশের বিজ্ঞানীরা করোনাভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন। কোভিডের নতুন ভ্যারিয়েন্টের আবিষ্কার আফ্রিকায় হলেও এশিয়ার দেশগুলোয় কড়াকড়ি আরোপ করা শুরু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং কোভিড পরীক্ষায় কড়াকড়ি আরোপ করে অন্যান্য বিভিন্ন অঞ্চলের দেশগুলোর তুলনায় এশিয়ার দেশগুলো ভাল ফলাফল পেয়েছে।
সিঙ্গাপুর এবং ভারত ইতোমধ্যে শুক্রবার (২৬ নভেম্বর) থেকে সীমান্ত নিয়ন্ত্রণ এবং কোভিড পরীক্ষা কঠোরতর করার কথা জানিয়েছে।

এ সপ্তাহেই শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটি আরও সংক্রমণযোগ্য বা মারাত্মক হতে পারে কি-না তা পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা। বর্তমানে এই নতুন বি.১.১.৫২৯ ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে বতসোয়ানা ও হংকংয়ে পাওয়া গিয়েছে।

তবে নতুন ভ্যারিয়েন্টের খবরটি এরই মধ্যে পুঁজিবাজারে বাজে প্রভাব ফেলেছে। গত ৩ মাসের মধ্যে পুঁজিবাজারে সবচেয়ে বড় দরপতনের সাক্ষী হয়েছে এশিয়া।

শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য পাঁচটি আফ্রিকান দেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। যারা সম্প্রতি এই দেশগুলো থেকে এসেছে তাদের কোয়ারান্টাইনে পাঠানো হবে।

যুক্তরাজ্যের দেখানো পথে হেঁটেছে সিঙ্গাপুরও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকা এবং এর পার্শ্ববর্তী দেশগুলো থেকে ফ্লাইট সীমাবদ্ধ করার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জিজি নিউজ সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, জাপানও দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য পাঁচটি আফ্রিকান দেশ থেকে থেকে আসা ব্যক্তিদের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করবে। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু জানায়নি।

এ মাসেই ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের পর সব রাজ্যকে দক্ষিণ আফ্রিকা এবং ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলো থেকে আসা ব্যক্তিদের কোভিড পরীক্ষা কঠোরভাবে করার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

তাইওয়ানে দক্ষিণ আফ্রিকা এবং ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ১৪ দিনের জন্য সরকারের পরিচালিত কোয়ারান্টাইনের আওতায় থাকতে হবে।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে দেশটির সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক তুলিও ডি অলিভেরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তার কাছে উদ্বেগ প্রকাশের পর ভ্যারিয়েন্টটির বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৈঠকে নিতুন ভ্যারিয়েন্টটিকে কি নামে সংজ্ঞায়িত করা হবে সেটি নিয়েও আলোচনা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.