বিয়ের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা

শ্রীলেখা মিত্র

ঢাকাঃ টলিপাড়ায় বিতর্ক আর শ্রীলেখা মিত্র, দুটো সমার্থক শব্দ বলেই বিবেচিত। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে অনেক সময়ই বিতর্কে জড়ান অভিনেত্রী। নো-মেকআপ লুকে ছবি পোস্ট করতে কোনওদিন পিছপা হননি শ্রীলেখা, তবে সোমবার একদম পরিপাটি করে সেজেগুজে সামনে এলেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র

পরনের পোশাক নজরে না এলেও সেটা সাবেকি তা বুঝতে অসুবিধা হয় না। খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’

শ্রীলেখা

এই ছবিতেই স্পষ্ট কেন এখনও বহু পুরুষের ক্রাশ তিনি। আজকের টলি সুন্দরীদের অনায়াসে টেক্কা দিতে পারেন শ্রীলেখা। কিন্তু আচমকা ফেসবুকে কেন এমন পোস্ট? তবে কি ফের কনে সেজে ছাতনা তলায় বসতে চাইছেন অভিনেত্রী? সত্যি কি তবে বিয়ের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা? হাসতে হাসতে অভিনেত্রীর জবাব, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হল সবাইকে দেখাই’ এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শ্রীলেখা। পাশাপাশি যোগ করেন, ‘নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

আমাদের বাণী/বাংলাদেশ/২৫/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.