এবার ইডেন কলেজের ছাত্রীকে ধর্ষণের হুমকি

ঢাকাঃ এবার ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে বাস চালকের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ইডেন মহিলা কলেজের অনার্স ৩য় বর্ষের এক শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রী জানান, সোমবার পরীক্ষা শেষ করে মিরপুর মেট্রোতে করে যখন আনসার ক্যাম্পে (মিরপুর-১) নেমে পড়ি। নামার পর রাস্তা পার হই। এ সময় আমি ‘পরিস্থান পরিবহন লিমিটেড’ নামে একটি চলন্ত বাসের পিছন দিয়ে অতিক্রম করি। রাস্তা পার হওয়ার পর আমি আইল্যান্ডে দাঁড়াই। ইতোমধ্যে বাসও আমাকে ক্রস করে। একটু পর আমার অদূরে বাসটি গতি কমিয়ে দাঁড়ায়। এ সময় আমি ছাড়াও একটু দূরে একটা ছেলে ছিলো। হঠাৎ বাসের চালক জানালা দিয়ে মাথা বের করে বলতে লাগলো, তোরে একা পাইলে…। চালক কয়েকবার একই কথা বলতেই লাগলো। কিছু বুঝে ওঠার আগেই বাসটি গতি বাড়িয়ে চলে গেল।

ছাত্রীটি আরও জানান, আমি বিষয়টি মেনে নিতে পারছিলাম না। আমি কোনো কিছুই ওনাকে করিনি। আমি ঐ বাসটি করে যাতায়াতও করিনি তাই ভাড়া নিয়েও কিছু হয়নি। আমাদের ক্যাম্পাসের রুটেরও বাস ‘পরিস্থান’ নয়। আমি ঐ বাসটির নাম্বারও টুকে রাখি। পরে ‘জাস্টিস ফর উইমেন বাংলাদেশ’র কাছে অভিযোগ করি। আমি তাদের মেসেঞ্জারে লিখিত অভিযোগ জানাই। এর পর তাদের নাম্বারে ফেন আবারও অভিযোগ করি। কিন্তু সহযোগিতা পাইনি। এ ব্যাপারে জাস্টিস ফর উইমেন বাংলাদেশ’র সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে থানায় বা কলেজ প্রশাসনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাই ঐ ছাত্রী জানান, আমি খুব আতঙ্কে আছি। প্রশাসন বা কলেজের কারো সাথেই যোগাযোগ করিনি। তবে বন্ধুদের বিষয়টি অবগত করছি।

তবে বিষয়টি নিয়ে সাত কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ব্যাপক ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা।

গেল শনিবার হাফ পাশ নিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে “ঠিকানা” পরিবহনের হেলপার ধর্ষণের হুমকি দেয়। প্রতিবাদে পরদিন শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে। পরে ঐ বাস চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এর রেশ কাটতে না কাটতেই আবারো এক শিক্ষার্থীকে পরিবহন শ্রমিক কর্তৃক ধর্ষণের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

আমাদের বাণী/বাংলাদেশ/২৪/১১/২০২১  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.