এক গানে চার দেশের সঙ্গীতশিল্পী

নিউজ ডেস্কঃ বাংলাদেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রিয়ার সংগীতশিল্পীদের দ্বারা রচিত হয়েছে ভোপাল নামের একটি আন্তর্জাতিক সহযোগিতা প্রজেক্টের গান।গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ।
সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গানটি বাংলা এবং হিন্দি ভাষায় মিশ্রিত এই গানের কথা ও সুর সদ্য খানের। গানটির সংগীত প্রযোজনা করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
গানটিতে গিটার বাজিয়েছেন আরজেন্টাইন বংশভূত লুসিয়ানো পিজ্জিচিনি (জনপ্রিয় গিটার কোম্পানি গিবসন গিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর), মার্কিন যুক্তরাষ্ট্র বংশভূত ম্যাথিউ মেয়রস (এমটিডি, জি.এইচ.এস স্ট্রিংস, সুনামি ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর) এবং অস্ট্রিয়ান বংশভূত এলেক্স সিডলার।ইতিমধ্যে গানটি আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি- কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্টের মাধ্যমে  আন্তর্জাতিক অনেকগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে।
আমাদের বাণী/বাংলাদেশ/২১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.