খালেদা জিয়াকে যে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি, এটা কি যথেষ্ট নয়? – প্রধানমন্ত্রী

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ না দেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) বিদেশ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, আমার কাছে চান কীভাবে বলেন তো? খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি, এটা কি যথেষ্ট নয়?
‘আপনাকে যদি হত্যা করার চেষ্টা করা হতো, আপনি কি ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন’- বলে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
কপ-২৬ সম্মেলন এবং যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনে আসেন। সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী তার সফরের ওপর সাধারণ আলোচনা করেন। যুক্তরাজ্য ও ফ্রান্সে তার সদ্যসমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ-২৬ এ বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদরদপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।
আমাদের বাণী/বাংলাদেশ/১৮/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.