এবার ছোট জাহাজের ভাড়া বাড়ল

ঢাকাঃ ডিজেলের দাম বাড়ায় গণপরিবহণের পর এবার চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ছোট জাহাজের ভাড়া বাড়ানো হয়েছে।

ছোট বা লাইটার জাহাজে পণ্য পরিবহণের ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)।মঙ্গলবার ডব্লিউটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে বরাদ্দ হওয়া লাইটার জাহাজের ক্ষেত্রেই বর্ধিত ভাড়া কার্যকর হবে। সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডব্লিউটিসির আহ্বায়ক ও বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব নুরুল হক গণমাধ্যমকে বলেন, ডিজেলের মূল্য বাড়ানোর পর বাড়তি খরচ সমন্বয়ের জন্য লাইটার জাহাজে পণ্য পরিবহণ ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

আমাদের বাণী/বাংলাদেশ/১৭/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.