
ঢাকাঃ ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ২০১৯ সালে ভালোবেসে নিখিল জৈনকে বিয়ে করেছিলেন আগস্টে মা হওয়ার পর নুসরাতের সন্তানকে নিখিলের অস্বীকারের পর ওই বিয়ে ভেঙে যায়। তবে নতুন করে এবারেও জড়িয়েছেন প্রেমের সম্পর্কে।
মানুষের সমালোচনা উপেক্ষা করে বর্তমানে প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গেই জীবন কাটাচ্ছেন এ অভিনেত্রী।
প্রেমের ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নুসরাত এবার শুনবেন অন্যদের প্রেম ও রোমান্সের গল্প। বের করবেন প্রেমঘটিত নানান সমস্যার সমাধান। ইশক এফএম রেডিও স্টেশনের নতুন একটি অনুষ্ঠানে কথাবন্ধু হিসেবে তাকে শীঘ্রই দেখা যাবে। অনুষ্ঠানের নাম ‘ইশক উইথ নুসরাত’।
এ অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন নুসরাত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভাবতাম আমার জীবনেই প্রেম-ভালোবাসা নিয়ে সমস্যা হয়। কিন্তু বিশ্বাস করুন, এ সমস্যা শুধু আমার নয়, সবারই হয়। হয়তো সেটা সচরাচর প্রকাশ্যে আসে না। এটি নিয়েই ওই অনুষ্ঠানে কথা বলবো। বিশ্বাস করুন, প্রেম-ভালোবাসায় অজস্র সমস্যা হয়। এটি আমি বলছি না, অনেকেই বলছেন। তাদের উপদেশ দেয়ার সময় আমি এ কথা বুঝতে পারি।
আমাদের বাণী/বাংলাদেশ/১২/১১/২০২১
Leave a Reply