
‘ঢাকাঃ নিরাপদ সড়ক চাই’ সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এবার এই অভিনেতাকে দেখা যাবে দরবেশের বেশে, ইসলাম প্রচারক হিসেবে! তবে তা বাস্তবে বা সিনেমায় নয়, একটি বিশেষ নাটকে।
এইচ এম বরকতুল্লার পরিচালনায় আগামীকাল রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত বিশেষ নাটক ‘দরবেশ’। এটি রচনা করেছেন শাহ আলম নূর।
নির্মাতা জানান, এ দরবেশ কোনো সাধারণ কেউ নন, কোরআনের দরবেশ! যিনি কোরআন নিয়ে নাটক লেখেন জান্নাত প্রত্যাশী সাধারণ মানুষের জন্য। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গেড়েছেন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানুষকে কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতগামী করার জন্যে। বিপরীতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের মাতবর। শুরু হয় নাটকের নতুন মোড়।
‘দরবেশ’ নাটকে ইলিয়াস কাঞ্চনের পাশপাশি আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আঁখি, এজি বিদ্বানসহ আরও অনেকে।
আমাদের বাণী/বাংলাদেশ/১২/১১/২০২১
Leave a Reply